সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্কুলে যাওয়ার সময় ঝড়ের কবলে পরে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুন) সকালে উপজেলার সুরমা ইউনিয়নের চিলাই নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। নিহতরা হলেন, সৌরভ আহমেদ (১০) ও তামান্না বেগম (১৫)। তারা আপন ভাই-বোন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৫ জুন) সকালে নিহত সৌরভ ও তার আপন বড় বোন তামান্নাসহ আটজন শিক্ষার্থী ছোট নৌকায় চিলাই নদী দিয়ে স্কুলে যাচ্ছিল। ওই সময় হঠাৎ ঝড়ের কবলে পরে নোকাটি। এ সময় নদীর তীব্র স্রোতে নৌকাটি উল্টে যায়। অন্যান্য শিক্ষার্থীরা সাঁতরে পারে উঠলেও সৌরভ ও তামান্না নিখোঁজ হয়। পরে স্থানীয় ও দোয়ারাবাজার থানা পুলিশ নদী থেকে সৌরভে লাশ উদ্ধার করে। এর কয়েক ঘণ্টা পর তামান্নার মরদেহ উদ্ধার করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল বলেন, নদীতে প্রবল স্রোত থাকায় চিলা নদীতে নৌকা উল্টে ভাই-বোন নিখোঁজ হয়েছিল। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।